রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


সোমবারই হচ্ছে বেফাকের নির্ধারিত কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আগামী ১২ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সময়েই কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে দেশের পরিস্থিতি উদ্বেগজনক থাকায় নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় এক বৈঠকের বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস আওয়ার ইসলামকে জানান, কাউন্সিল পূর্ব ঘোষিত সময়েই হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, দেশের পরিস্থিতি ও যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এ কারণে বৈঠকে উপস্থিত সদস্যগণ নির্ধারিত সময়ে কাউন্সিল করার ব্যাপারেই মত দেন।

বেফাকের নিসিয়র সহ সভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে আজ সকালে জামিয়া ইমদাদিয়া ফরিদাবদে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের সহসভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল ইসলাম ও মাওলানা নুরুল আমিন প্রমুখ।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ