শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

হেফাজতের সঙ্গে আপোস নয়, বাস্তবতার নিরিখে সনদ দেয়া হয়েছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা হেফাজতের সঙ্গে আপোস করিনি বরং বাস্তবতার নিরিখে শিক্ষা সনদের বিষয়টা মেনে নিয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সাংগঠনিক ভাবে জামায়াতের বিচার ও জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতাদের দলে আশ্রয় দেয়ার বিষয় নিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আদর্শের প্রশ্নে আপোস করে না। আওয়ামী লীগ নির্বাচনে লড়তে জামাত কর্মীর দরকার হয় না।

তবে একটি কথা বলি বিচার বিভাগ স্বাধীন, ষোড়শ সংশোধনী রায়ে যা অভজারভেশন দেয়া হলো তা কি আমরা করেছি। তবে ধৈর্য হারা হবেন না, সব বিচার হবে। শেখ হাসিনাকে ভুল বুঝবেন না, জামাতের বিরুদ্ধে যা করার শেখ হাসিনাই করবেন।

মন্ত্রী বলেন, ক্ষমতায় আসতে আওয়ামী লীগ নির্বাচনী কৌশল করলেও আদর্শের সঙ্গে আপোস করে না, আদর্শ থেকে এক চুলও নড়ে না। ১৯৯৬ সালেও ক্ষমতায় আসতে আমাদেরকে কৌশল গ্রহণ করতে হয়েছিলো।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, মোজাফ্‌ফর হোসেন পল্টুর বদলে সাবের হোসেন চৌধুরীকে, মোস্তফা জালাল মহিউদ্দিনকে বাদ দিয়ে হাজী সেলিমকে মনোনয়ন দিতে হয়েছে। এটা করতে হয়েছে ক্ষমতায় আসার জন্য।

ক্ষমতায় না আসলে কি হতো? আজ যুদ্ধাপরাধীদের বিচার হতো না, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযদ্ধের কথা পৌঁছাতো না। এটাকে আপনারা আপোস বলবেন না, এটা কৌশল, আদর্শ থেকে সরে আসা নয়।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ