রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

কবিতা 'দ্যা নিউ নুহ' আ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

The New Noah-নতুন নূহ আ.
আলী আহমদ সাইদ এসবার
(আরবি সাহিত্যের খ্যাতিমান প্রসিদ্ধ কবি)

এক.
আমরা ভ্রমণ করি নৌকায়, কাঁদা মাটি আর বৃষ্টিতে ভিজি,
আমাদের পথ দেখানোর প্রতিশ্রুতি নিয়েছেন মহান আল্লাহ।
বেঁচে আছি আমরা এই দুনিয়ায়, বহুকাল হলো মানবতার মৃত্যু ঘটেছে।
প্রতিনিয়ত ভেসে চলছি উত্তাল সাগরের তরঙ্গ পেরিয়ে, ভালোবাসার বন্ধনে,
আমাদের জীবন একদিন মৃত্যুর পথ বেয়ে আকাশের দিকে ছুটে যাবে।
কিন্তু জান্নাত আর মৃত্যুর মাঝে হাশরের ময়দান দাঁড়িয়ে আছে প্রতীক্ষায়,
প্রশ্নোত্তর ছাড়া এই পথ পাড়ি দেয়া সম্ভব নয় কখনোই।

প্রভু কেনো আমাদের আজ বাঁচিয়ে রেখেছ,
পৃথিবীর সব মানুষ আর প্রাণীদের থেকে বেছে বেছে?
কেনইবা আবারো নিক্ষেপ করেছ পৃথিবীতে ?
অন্যান্য গ্রহ-উপগ্রহ থাকতে আবারো এই পৃথিবীতে কেনো প্রভূ?
মৃত্যু আর জীবনের ঘূর্ণায়ণে।
আমদের রক্ত-ধমনি আর সূর্যের আবর্তন প্রতিদিন আমাদের ভয় দেখায়,
প্রভু আমরা হতাশার চাদরে জড়িয়ে আছি,
ভবিষ্যতের চিন্তা কুঁড়ে কুড়ে খায় আমাদের,
নতুন একটি জীবন শুরু করতে চাই প্রভু।

প্রভু শুধু আমরাইতো তোমার সৃষ্ট নই,
প্রজন্মের পর প্রজন্ম আর পুরো পৃথিবীর ¯্রষ্টা তুমি প্রভু ।
আমাদের পঁচা কাদা-মাটি বা তার মাঝের কিছু দিয়ে সৃষ্টি করেছ তুমি,
এই বিশ্বের পালনকর্তা তুমি, ইচ্ছে করলে জান্নাত দিতে পারো বা জাহান্নাম।

দুই.

আবার যদি নতুন করে জীবনের সূচনা হয়,
আবরো যদি পৃথিবী প্লাবিত হয়,
তলিয়ে যায় পানির তলে
আল্লাহ আদেশ করে নূহ জীবিতদের বাঁচাও,
প্রভুর আদেশে আমি আমার কথা ভাববো না।

আমি নৌকায় আরোহন করবো
মুছে দিবো মৃতদের চোখ থেকে কাঁদা-মাটির প্রলেপ।
আমি তাদের তুলে আনবো মহা-প্লাবনের অতল থেকে,
তাদের শিরা-উপশিরায় ফিশ্ফিশ শব্দ ঝুলে থাকবে।
তারা বলবে আমরা মরু থেকে ফিরে এসেছি,
আমরা বেরিয়ে এসেছি গুহা থেকে,
আমরা আবারো খুজে পাবো মাটির দেখা।
আমরা আজ ভয়-ভীতিহীন নৌকার অদিবাসি,
আজ যদি মহান আল্লাহর বিধানে মনোযোগী না হতাম,
তো মৃত্যুর সাথে দেখা হতো আমাদের।

মৃত্যুর সৈন্যরা হতাশার আঘাতে আনন্দ দিতো আমাদের
আর আমরা লোহিত সাগরের ঢেউয়ে ভেসে যেতাম,
আমাদের উপসংহারে অব্যাহত থাকতো দুঃখেল দল।
পৃথিবী আর মাহান প্রভূ উপেক্ষা করতো আমাদের,
আজ ভিন্ন একটি পৃথিবীতে নতুন করে প্রভূকে পাওয়ার আশায় বেঁচে আছি।

অনুবাদ: আব্দুল্লাহ তামিম

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ