শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬


ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, মুসলিম নির্যাতন ও নিধনের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় কনফারেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
মুসলিম নিধন, জুলুম-নির্যাতন, সাম্প্রদায়িকতা, ও ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে জমিয়তে উলামায়ে হিন্দ উত্তর প্রদেশের  তত্ত্বাবধানে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সদর মাওলানা আরশাদ মাদানী৷

আজ ১২ ডিসেম্বর বিকেলে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌয়ে এই  কনফারেন্স অনুষ্ঠিত হবে।

উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌয়ে আয়োজিত আজকের কনফারেন্স ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সুনামধন্য মুহাদ্দিস, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

বক্তব্য রাখবেন জমিয়তের কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ লক্ষ্মৌস্থ ফরখাবাদ জেলার জমিয়তের জেনারেল সেক্রেটারী মাওলানা ছানাউদ্দীন কাসেমী, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মুফতী মুহাম্মাদুল্লাহ কাসেমী, উত্তর প্রদেশের মুবারকপুর জেলার জমিয়ত সেক্রেটারী মুফতী আব্দুল হান্নান হামিদী, মহাননগর জেলার জমিয়তের মুফপাত্র মাওলানা নেয়ামাতুল্লাহ মাযহারী প্রমুখ।

ওই প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রাশাসন বরাবর আবেদন জানাবেন অনতি বিলম্বে ভারতে মুসলিম নিধন ও জুলুম-নির্যাতন বন্ধের৷

সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি ইসলাম ধর্মের যে কোনো ইস্যুতে বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ারও  আহ্বান জানাবেন নেতৃবৃন্দ।

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ