শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি বন্ধ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মজলুম রোহিঙ্গা মুসলমানেরা বর্বরতার শিকার হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের ঈমানী ও মানবিক কর্তব্য হলো তাদের সর্বাত্মক সহযোগিতা করা এবং তাফিরে যাওয়া পর্যন্ত সম্মানের সাথে আশ্রয় দেয়া।

তিনি বলেন, এক শ্রেণির মানুষ ‘রোহিঙ্গা’ শব্দটিকে হেয় প্রতিপন্ন করে গালিতে পরিণত করেছে যা অত্যান্ত বেদনাদায়ক। তারাতো আমাদের মত মানুষ। তাদেরওতো একসময় ব্যবসা-বাণিজ্য, সম্মান-সম্পদ সবকিছুই ছিল। আজ তারা বিপদের সম্মুখিন হয়ে আমাদের কাছে আশ্রয় নিতে এসেছে। সুতরাং তাদের সম্মান বজায় রাখা আমাদের কর্তব্য। সরকারকে এ ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার খেলা চলছে। যা এদেশের তাওহিদী জনতা কখনোই প্রত্যাশা করে না। তিনি অতিসত্ত্বর এসব অপরাজনীতি বন্ধ করার আহ্বান জানান।

তিনি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আগামী ২৫ নভেম্বর, শনিবার, রাজধানীর কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৬ষ্ঠ অধিবেশনের বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বৈঠকে অন্যান্যদের উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ