শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

সীমান্তে অপেক্ষায় থাকা রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ৪ দিন ধরে কক্সবাজারের উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নোম্যান্স ল্যান্ডে অপেক্ষায় থাকা রোহিঙ্গারা প্রবেশ করছে বাংলাদেশে। এদিকে, মিয়ানমার থেকে আসা হাজার হাজার রোহিঙ্গা যেন, অন্যদিকে ছড়িয়ে যেতে না পারে, এ জন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দেয়ার পর তাদের সরিয়ে নেয়া হচ্ছে কুতুপালং আশ্রয় শিবিরে।

চারদিন নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢোকার সুযোগ পেয়েছে হাজার হাজার রোহিঙ্গা। সকাল ১০ টা থেকে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তের নো ম্যানস ল্যান্ড অতিক্রম করে তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে আসেন। গত সোমবার তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধার কারণে তা সম্ভব হইনি।

রোহিঙ্গারা বলেন, 'আমাদের পাড়ার সবকিছু পুড়িয়ে দিয়েছে। আমরা কিছুই করতে পারি নাই। তাই চলে এসেছি। আমাদের জায়গা জমি কিছুই নেই। রাত হলেই তারা সবকিছু পুড়িয়ে দেয়। মা-বোনদের বাঁচাতে তাই চলে এসেছি।'

উল্লেখ্য গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে সংঘাত শুরু হওয়ার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। এরমধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ৫ লাখ ত্রিশ হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আর পহেলা অক্টোবরের পর থেকে শুরু হয়েছে আবারো রোহিঙ্গা ঢল। যা এখনও অব্যাহত রয়েছে।

আরএম

 

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ