শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

রোহিঙ্গা হাফেজদের জন্য কাজ করছেন হাফেজ নেছার আহমদ আন নাছিরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা হাফেজদের জন্য কাজ করছেন রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী।

সম্প্রতি টানা পাঁচদিন তিনি সেখানে উপস্থিত থেকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণসহ অসহায়দের নগদ অর্থ দিয়েছেন।

তবে রোহিঙ্গা ক্যাম্পে হাফেজে কুরআনদের জন্য আলাদা নজর ছিল খ্যাতিমান এ হাফেজের। উখিয়া ও টেকনাফের কয়েকটি ক্যাম্প ঘুরে ঘুরে বের করেছেন এসব হাফেজকে।

আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী বলেন, প্রথম দফায় আমরা মারকাজুত তাহফিজ প্রকাশিত হাফেজদের জন্য বিশেষ কুরআন শরিফের প্রায় ৫০০ কপি বিতরণ করেছি। হাফেজরা আধুনিক এ কুরআন পেয়ে খুশি হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের কুরআনের প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছি। ছোট ছোট ছেলে মেয়ে আমাদের দেখে দৌড়ে এসে বলেছে আমরা হাফেজ। তবে অনেক শিশুই রয়েছে যারা অর্ধেক হিফজ পড়েছেন কারও বা ৩/৫ পাড়া বাকি।

তিনি জানান, মারকাজুত তাহফিজের ত্রাণ টিম সেখানে অবস্থান করছে। যারা অর্ধেক হাফেজ হয়েছেন তাদের লিস্ট করা হচ্ছে। তারা যেন ভালোভাবে পূর্ণাঙ্গ হাফেজ হতে পারে আমরা সে সহায়তা করবো।

Image may contain: 1 person, standing and outdoor

কাজের এক ফাঁকে সেনা সদস্যের সঙ্গে কথা বলছেন

রোহিঙ্গা হাফেজদের কুরআন তেলাওয়াত খুবই সুন্দর। তাদের মধ্যে প্রচুর মেধাবীও রয়েছে। যাদের নিয়ে সামান্য মেহনত করা গেলে তারাও আন্তর্জাতিক ইভেন্ট থেকে অনেক পুরস্কার আনতে পারবে। জানালেন, হাফেজ আন নাছিরী।

তিনি রোহিঙ্গা ক্যাম্পে কাজের জন্য সেনাবাহিনীর সহযোগিতামূলক মানসিকতার প্রশংসাও করেন।

জানা যায়, যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ত্রাণ টিম আগামী ৩ নভেম্বর আবারও যাবে রোহিঙ্গা ক্যাম্পে। থাকবে ত্রাণ, অর্থ সহায়তা ও হাফেজদের জন্য কল্যাণমূলক অনেক কিছুই।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ