বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে মাদক ও ধূমপান বিরোধী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল নুর কালচারাল সেন্টার বাংলাদেশের উদ্যোগে ‘মাদক ও ধূমপান প্রতিরোধে সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার মাতুয়াইলস্থ আল নুর এডুকেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

হাজী ইউসুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কাতারের নির্বাহী পরিচালক ও কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নুর।

বিশেষ অতিথি ছিলেন এনটিভির বার্তা সম্পাদক আব্দুস শহিদ এবং ইকরা বাংলাদেশের সহকারী প্রধান মাওলানা আরিফ উদ্দিন মারুফ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা ইউসুফ নুর বলেন, মাদক ও ধুমপান মানুষের কোন উপকারে আসে না বরং শারীরিক, আর্থিক সব দিক থেকেই তা ক্ষতিকর। দিনদিন মাদক ও ধুমপানকারীর স্বাস্থ্যের অবনতি ঘটে; সামাজিক এবং নৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এক সময় অকাল মৃত্যু ঘটে।

মাওলানা ইউসুফ নুর বলেন, ইসলাম সুস্থ বিবেক ও মানসিক উৎকর্ষ নিশ্চিত করতে বদ্ধপরিকর। জ্ঞান-বুদ্ধি লোপ করে মস্তিষ্কের বিকৃতি ঘটায়, অর্থের অপচয় হয়, স্বাভাবিক জীবন যাপনের অন্তরায় হয়ে দাঁড়ায় এমন কোনো দ্রব্য গ্রহণ ইসলামের আদর্শবিরোধী। মাদকের বিষাক্ত ছোবল থেকে জাতিকে রক্ষা করতে হবে। আর এজন্য প্রয়োজন সামাজিক ও ধর্মীয় সচেতনতা। আল নুর সেন্টার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সাবেক ডিইউজের সভাপতি ও এনটিভির বার্তা সম্পাদক আব্দুস শহিদ বলেন, আজকের সমাজে মাদক মহামারিতে রূপ নিয়েছে। দেশে মাদকের বিরুদ্ধে অনেক আইন থাকলেও তা সেভাবে কার্যকর করা হচ্ছে না। ফলে মাদক গ্রহণকারীর দিনদিন সংখ্যা বেড়েই চলছে। মাদকের কুফল থেকে জাতিকে রক্ষা করতে সাংবাদিক, আলেম-উলামা, বুদ্ধিজীবি সবাইকে এগিয়ে আসতে হবে।

মাওলানা আরিফ উদ্দিন মারুফ বলেন, মাদক সেবীদের কাছে সামাজিকতা, ধর্মীয় কৃষ্টি-কালচার সবকিছু মূল্যহীন। চরম বিপর্যস্ত ভবিষ্যৎ নিয়ে তারা এগিয়ে চলেছে নোংরা ও ধ্বংসের পথপানে। মাদক শুধু একজন ব্যক্তিকেই শেষ করে দিচ্ছে না। একজন মাদকসেবীর কারণে নিঃশেষ হয়ে যায় একটি পরিবার, একটি সমাজ।

ইসলামে মাদকদ্রব্য গ্রহণ সম্পূর্ণ হারাম। মাদক ও ধুমপান প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই।

আল নুর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার প্রচার সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, সাংবাদিক এহসান সিরাজ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা জুনাইদ মাহমুদী, মাওলানা ইসহাক আল নুর, হানিফ আল হাদী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ