শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

যশোর ইমাম পরিষদের ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ গেলে টেকনাফে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ নিয়ে শনিবার কক্সবাজারে রওনা দিয়েছেন যশোর জেলার ইমাম পরিষদের নেতারা। এসব অর্থ রোহিঙ্গাদের মধ্যে বিলিয়ে দেবেন তারা।

জানা যায়, যশোরের আটটি উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে এসব অর্থ। রোহিঙ্গাদের জন্য মানুষ স্বতস্ফূর্তভাবে এসব দান করেছেন।

ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর নেতৃত্বে ৪৩ সদস্যের টিম কক্সবাজারের বিভিন্ন আশ্রায় শিবিরের এ ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ ছাড়াও শরণার্থীদের জন্য অর্ধশত ঘর নির্মাণ করে দেয়া হবে। নিরাপদ পানির জন্য স্থাপন করা হবে ১টি গভীর নলকূপসহ ২৫টি টিউবওয়েল।

কক্সবাজার পৌঁছে ৩টি দলে ভাগ হয়ে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন বলে পরিষদ প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান জানান।

৪৩ সদস্যের ত্রাণ বিতরণকারী প্রতিনিধি দলের মধ্যে সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলায়েত হুসাইন, উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম, মাওলানা সাখাওয়াত হুসাইন, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল আনোয়ার নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক মুফতি মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ রয়েছেন।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ