বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুর জন্য ২৫ বছর অপেক্ষা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুই বন্ধু দালালি আহমাদ ও দৃষ্টিপ্রতিবন্ধী আহমাদ রাজ জীবন সায়াহ্নের আশিটি বসন্ত পাড়ি দিতে চলছে। কিন্ত কালের বিবর্তন তাদের বন্ধুত্বের মাঝে কোন ফাটল ধরাতে পারেনি। দালালি নিজের হজের খরচের ব্যবস্থা সত্ত্বেও দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুর হজখরচ সংস্হান না হওয়ায় অপেক্ষা করতে করতে ২৫ বছর পার করে অবশেষে উভয়ে জীবনের আশিতম বসন্তে একসাথে হজ করছেন।

দিলালি সৌদি উকায পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দৃষ্টিহারা আমার এই বন্ধুর দীর্ঘদিন হতে হজ করার ইচ্ছা ছিল। কিন্ত অর্থনৈতিক অবস্হা তার অনুকূলে ছিল না। হজ করার মতো অর্থ আমার থাকা সত্ত্বেও পঁচিশ বছর তার অর্থ-সংস্হান হওয়ার অপেক্ষা করেছি, যাতে করে এই ঈমানী সফরে আমি তার সঙ্গীঁ হতে পারি। কারণ, দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় তার একার পক্ষে হজ্জ করা সম্ভব নয়।

আল্লাহরই প্রশংসা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হয়েছে।তাই আমরা একসাথে হজ করতে পারছি। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী আহমাদ রাজ প্রিয় বন্ধুর প্রশংনা করেন: সে আমার হজ্জের জন্য দীর্ঘ দিন অপেক্ষা করেছে, নিজের শক্তি ও জীবন আমার জন্য উৎসর্গ করেছেন। পচিশ বছর গত হয়েছে, কিন্ত সে আমার ওফাদার বন্ধু হিসেবে আজও আছে। যুগের বিবর্তন এতে কোন প্রভাব ফেলেনি। সে আমার অপেক্ষা করেছে, অবশেষে হজের যাবতীয় খরচ জোগাতে সক্ষম হয়েছি।

আমাকে হজে নিয়ে যাবার প্রতিশ্রুতি সে দিয়েছিল, আলহামদুলিল্লাহ সে এই প্রতিশ্রুতির লাজ রেখেছে। আমরা এখন এই পরম অনুভূতির মাঝে আছি। আমার বন্ধু আমার চোখ, যা দিয়ে আমি দেখি ; আমার শক্তি, যার ওপর ভর দিয়ে আমি চলি। তার জন্য দোয়া করি, আল্লাহ তার এই আমালকে কবুল করুন। এ-জীবনে তার এই অনুগ্রহ কখনও ভুলতে পারবো না।

আল আখবার থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ