বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

বন্যার্তদের পাশে কাপাসিয়া কওমি পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া হারুন : বাংলাদেশের উত্তারাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ বন্যা। যাতে ক্ষয় ক্ষতি হয়েছে বিপুল পরিমাণ। হাজার হাজার ঘর-বাড়ি একাকার হয়ে গেছে পানিতে। রাস্তা-ঘাট, মসজিদ, মাদরাসাসহ স্কুল, কলেজ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিলীন হয়েছে নদীগর্ভে। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। এ সংকটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে কাপাসিয়া কওমি পরিষদ।

বন্যাদুর্গত ১৫০ টি পরিবারের মাঝে ১ লক্ষ ৪০ হাজার নগদ অর্থ বিতরণ করে কাপাসিয়া কওমি পরিষদ। গাইবান্ধার বন্যাদুর্গতদের মাঝে এ ত্রাণ সহায়তা করে কওমী আলেমদের দ্বারা পরিচালিত এ সংস্থাটি। পাশাপাশি বন্যাদুর্গত এলাকার মসজিদ, মাদরাসার সংস্কারে নগদ অর্থ সহায়তা দেয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বন্যাকবলিত পরিবারের জন্য এক হাজার করে নগদ অর্থ। উল্লেখ্য কাপাসিয়া কওমি পরিষদ গাজীপুরের কাপাসিয়া থানায় বেশ কয়েক বছর ধরে আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মানুষের ঈমাণ-আমলের হেফাজতের জন্য ওয়াজ-মাহফিল, আলোচনা সভা, কুরআন শিক্ষা কোর্সসহ বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে।

এ সংস্থাটির সদস্য হওয়ার জন্য শর্ত হলো, দাওরায়ে হাদিস (মাস্টার্স) উর্ত্তীণ হতে হবে। কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি মুফতি আজমল হুসাইন খান বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে স্বরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে তারা। ঘরবাড়ি ছেড়ে এখন তারা অসহায়।

এমতাবস্থায় প্রত্যেকের সাধ্যমত তাদের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের নৈতিক ও ঈমাণী দায়িত্ব। র্বজনীন কর্তব্যও বটে। প্রত্যেকেই নিজ নিজ সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই।’ গাইবান্ধায় ত্রাণ সহায়তা প্রতিনিধিদলে ছিলেন, কাপাসিয়া কওমি পরিষদের সম্মানিত সভাপতি মুফতি আজমল হুসাইন খান, সহ  সভাপতি মাওলানা আহমদ আলি, কার্যকরি সদস্য মাওলানা লুৎফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ