শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

কুড়িগ্রামে বন্যার্তদের খাবার দিচ্ছে কয়েকটি কওমি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : কুড়িগ্রামের বন্যাদুর্গত ফুলবাড়ি উপজেলার আলেমগণ সাধারণ মানুষের সাহায্যে নানা উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন। তারা ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ দুর্গত মানুষের মাঝে খাবার, পানি ও ওষুধ বিতরণ করছেন।

ফুলবাড়ির এলাকায় অবস্থিত কোনো না কোনো কওমি মাদরাসা প্রতিদিনই তৈরি খাবার বিতরণ করছেন দুর্গত মানুষের মাঝে। প্রতিদিন একশো থেকে দেঢ়শো প্যাকেট খাবার বিতরণ করছেন তারা। তবে চাহিদা অনেক বেশি।

কুড়িগ্রামের দারুল আযহার ক্যাডেট মাদরাসার পরিচালক মাওলানা ফেরদাউস হোসাইন আওয়ার ইসলামকে বলেন, ‘বন্যার পানি আসার পর থেকে আমরা এলাকার মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছি। প্রয়োজন অনুযায়ী দিতে পারছি না। কিন্তু সাধ্যানুযায়ী চেষ্টা করছি।’

খাবার প্যাকেট করছেন মাদরাসার ছাত্র ও শিক্ষক

মাওলানা ফেরদাউস আরও জানান, ইচ্ছে থাকার পরও আর্থিক কারণে তারা প্রতিদিন খাবার বিতরণ করতে পারছেন না। মাদরাসার ফান্ড, মানুষের সাহায্য ও ব্যক্তি উৎস থেকে কিছু টাকা জমলেই তিনি খাবার তৈরি করে বিতরণ করছেন।

শুধু খাবার বিতরণই নয় বরং আশ্রয়হীন মানুষের আশ্রয়ও মিলেছে মাদরাসায়। ফুলবাড়ি উপজেলার অপর একটি মাদরাসা সাবিলুর রাশাদ মাদরাসায় ৩য় তলায় আশ্রয় দেয়া হয়েছে বেশ কিছু বন্যার্ত মানুষকে।

সাহায্য ও ত্রাণ বিতরণের কাজ প্রত্যেক প্রতিষ্ঠান পৃথকভাবে করলেও পরস্পরকে সাহায্য করছেন প্রত্যেকে।  মাওলানা ফেরদাউস বলেন, ‘আমরা প্রত্যেকেই পৃথকভাবে মানুষকে সাহায্য করছি। কিন্তু যেদিন আমি আয়োজন করতে পারছি না, সেদিন অন্য যে আয়োজন করছে তাকে সাহায্য করছি।’

বিতরণের প্রস্তুত খাবারের প্যাকেট

আপনাকে কে কে সাহায্য করছেন? উত্তরে তিনি বলেন, ‘ঢাকার হাফেজ্জি হুজুর সাহায্য সংস্থার মাওলানা ইমরান হুসাইন হাবিবি অনেক সহযোগিতা করছেন। এছাড়া স্থানীয়দের মধ্যে হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা শাহীনুর রহমান এবং সাবিলুর রাশাদ মাদরাসার মাওলানা ফেরদাউস হোসাইন।

কাতারে দীপ্তিমান নক্ষত্র; বাংলাদেশের মাওলানা আব্দুল আওয়াল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ