শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


হ্যাটট্রিক করবেন প্রধানমন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচনে বিজয়ী হয়ে পৃথিবীর বুকে ইতিহাস রচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল শামীম।

তিনি বলেন, পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিজয়ের হ্যাটট্রিক করবেন।

আজ রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'দেশে আন্তর্জাতিক জঙ্গি আইএস, আল-কায়েদা নেই। ঘাপটি মেরে থাকা দেশীয় জঙ্গিদেরকেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আইএস, আল-কায়েদা বলে প্রচার করে'।

জাবি ছাত্রলীগ শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ মাহফুজুল হক হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) ড. আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক মনজুরুল হক, বিভিন্ন অনুষদের শিক্ষকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ