বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

মক্কা মুকাররমা নিয়ে এই প্রথম ডকুমেন্টারি ফিল্ম (ট্রেইলার)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ: আগামী অক্টোবর মাসে ‘ওয়ান ডে ইন দ্যা হারাম’ নামে  ৯০ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম রিলিজ হতে যাচ্ছে। ব্রিটিশ লেখক, প্রযোজক ও নির্মাতা আবরার হুসাইন এ ফিল্ম তৈরি  করেন।

ফিল্মটিকে মক্কা ও মসজিদে হারামকে ঘিরে ইতিহাসের সবচেয়ে  বড় বাজেটের মিডিয়া প্রোজেক্ট বলে ধরা হচ্ছে।

গত সপ্তাহে ফিল্মটির অফিসিয়াল টেইলর রিলিজ হওয়ার পরে তা ভাইরাল হয়ে যায়। হারামে কর্মরতদের দৃষ্টিকোণ থেকে মক্কা ও মসজিদে হারামের অবস্থান নিয়ে এই ফিল্ম তৈরি হয়েছে।

নির্মাতা আবরার হুসাইন বলেন, ফিল্মটি মূলত অমুসলিমদের জন্য  ডিজাইন করা হয়েছে। যাতে করে তারা মক্কার গুরুত্ব সম্পর্কে জানতে পারে। মক্কা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারে।আমরােএই ফিল্মটা করেছি এজন্য যে,  মক্কা ইসলামের একটি অবিচ্ছেদ্ধ অংশ । অমুসলিমরাও যেন এ কথা বলে, কত সুন্দর ও শান্তিপূর্ণ ধর্ম ইসলাম।

তিনি আরো বলেন, আমরা পশ্চিমা বিশ্বের সকল মানুষের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই। ফিল্ম ফেস্টিভালের পরে আমরা নেটফ্লিক্স সহ অন্যান্য টিভি চ্যানেলে এটি প্রচার করার কথা ভাবছি।

মক্কা ও মসজিদে হারাম গোটা মুসলিম বিশ্বের কাছে পবিত্র একটি স্থান। বিশ্বের সকল  প্রান্ত থেকে মুসলমানরা পবিত্র কাবায় আগমন করেন হজ ও ওমরা করার জন্য। তাদের দৃৃষ্টিকোণ থেকে অনেক ভিডিও থাকলেও এই প্রথম কাবায় কর্মরত কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে কোন ফিল্ম তৈরি করা হল।

আবরার হুসাইন আরো বলেন, এত মানুষের ভিড়ে মসজিদে হারাম কত সফলভাবে চালানো হয়, শ্রমিকরা কিবাবে তাদের কাজ করেন, কতটা বিভাগে কাজ পরিচালনা হয় ইত্যাদি বিষয় উঠে এসেছে ৯০ মিনিটের এই ভিডিওতে। ভিডিওটি ধারণ অনেক বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তিনি।

সূত্র: আরব নিউজ

ট্রেইলারটি দেখতে ভিডিওতে ক্লিক করুন

[embed][/embed]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ