বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

দেশে চলমান ধর্ষণ,খুন আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে; মাওলানা ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশে চলমান খুন,ধর্ষণ আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, শিশুরাও আজ পাশবিক নির্যাতনের শিকার বলে মন্তব্য করলেন খেলাফত মজলিসের  আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

আজ  শুক্রবার বিকেল ৪টায় রাাজধানীর বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের  ২ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ২ দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুফতি হুযাইফা আল হিযাজী, এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম।

তিনি আরো বলেন, দেশের জনগণের জানমাল-ইজ্জতের নিরাপত্তা আজ ভূলুন্ঠিত। এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকার শুধু ব্যর্থ নয় বরং এই অমানবিক কর্মকান্ড সরকারি দলের লোকজন জড়িত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজন আইনের শাসন। প্রয়োজন জাতিকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এইচএম খালেদ আহমদ, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মনির হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ শাহীন প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ