বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এবার ইসরাইল সফরে যাচ্ছেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ইসরাইল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম ভারতীয় কোনো প্রধানমন্ত্রী ইসরাইল সফরে যাচ্ছেন। এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ইসরাইল সফর করেছিল। সে সময় তিনি ফিলিস্তিন সফরেও গিয়েছিলেন।
জানা যায়, মঙ্গলবার ইসরাইলের বিমানবন্দরে মোদীকে বহনকারী বিমান অবতরণ করবে। ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে এ খবর জানা গেছে।
খবরে বলা হয়,  মোদীর এই সফরে ইসরাইলের কাছ থেকে আধুনিক প্রযুক্তির অস্ত্র ও সরঞ্জাম আমদানির বিষয়টিকে যৌথ বিবৃতির মাধ্যমে গোপনীয়তার ঘেরাটোপ থেকে বের করে নিয়ে আসাটাই প্রধান লক্ষ্য।
ভারতীয় কূটনৈতিকদের বরাতে আরো জানা যাচ্ছে, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় থেকে শুরু করে গত ১৮ বছর ধরেই ভারতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা কাঠামো বহুলাংশে ইসরাইল নির্ভর। সে সময় দ্রাস এবং বাতালিক সেক্টরে পাকিস্তানি সেনা ঢুকে পড়ার পরে তেল আবিবের কাছ থেকে প্রচুর সহায়তা নেয় ভারত। মুম্বাই হামলা এবং সংসদ আক্রান্ত হওয়ার পরে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে সাহায্য নিয়েছিল ভারত।
ভারতীয় প্রধানমন্ত্রীর এই ইসরাইল সফরে সাইবার প্রযুক্তি, প্রতিরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা, এই তিনটি ক্ষেত্রেই ভারত-ইসরাইল সহযোগিতার কথা ঘোষণা করা হবে বলে জানা গেছে। এছাড়া ভারতকে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, রকেট লাঞ্চার, ড্রোন এবং যোগাযোগের প্রযুক্তিও সরবরাহ করার কথা রয়েছে।সুত্র টাইমস অব ইন্ডিয়া।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ