শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

স্কুলে মদের আসর বসিয়ে জেলহাজতে প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজশাহীর তানোরে স্কুলে মদের আসর বসিয়ে মদ পান করার অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সময় পুলিশ তার সঙ্গে আরও ৪ জনকে আটক করে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

পরে বিকাল ৪টার দিকে ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে প্রধান শিক্ষকসহ ৫ জনকে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের বিচারক।

বৈশাখী মেলার চাঁদা না দেয়ায় স্কুল শিক্ষককে মারধর

পুলিশ জানায়, উপজেলার কামারগাঁ ইউনিয়ন এলাকার ছাঐড় নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তানোর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান আহম্মেদ তার বিদ্যালয়ের অফিস ঘরে বসে দেশি ও বিদেশি মদের আসর বসান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহম্মেদ, বারোঘরিয়া গ্রামের দলিল লেখক শাহ আলম, ঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোস্তাফিজুর রহমান, হাতিশাইল গ্রামের সাবেক সেনা সদস্য দূরুল হুদা।

এ অবস্থায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দিয়ে মদপানকারীদের হাতে নাতে আটক করে পরীক্ষা-নিরীক্ষার জন্য তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসকের কাছে আটককৃতরা চোলায় মদ সেবনের দায় স্বীকার করলে চিকিৎসক পরীক্ষা সনদ দেন।

পরে থানা পুলিশ আটক ৫জনকে উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলীর কার্যালয়ে হাজির করে।

এ সময় নির্বাহী অফিসার তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, আটকদেরকে ইউএনওর আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ