শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

‘কারিগরি ও মাদরাসা শিক্ষায় সবাইকে আরো উৎসাহী করে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কারিগরি ও মাদরাসা শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন সবাইকে এ ব্যাপারে আরো উৎসাহী ও আগ্রহী করে তুলতে হবে।

শুধু সার্টিফিকেট অর্জনের শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষার বিস্তারে তাই এ বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অনেক। তিনি তাদের তা পালন করার আহ্বান জানান।

আজ বুধবার রাজধানীতে পরিবহন পুল ভবনে কারিগরি ও মাদরাসা বিভাগের সম্মেলন কক্ষে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষাই হবে দেশের ভবিষ্যৎ নির্মাণের মূল চালিকা শক্তি।

দেশের উন্নয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাই এ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়াতে হবে।

মাদরাসা শিক্ষাকে অনেক আধুনিকায়ন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে মাদরাসা শিক্ষায় গণিত, বিজ্ঞান, আইসিটি, অর্থনীতিসহ সকল আধুনিক বিষয় চালু করা হয়েছে।

সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসসহ বিভাগ ও দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ