বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ঈদে ঢাকা-রাজশাহী রুটে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদে যাত্রী ভোগান্তি কমাতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করবে একটি বিশেষ ট্রেন। বৃহস্পতিবার (২২ জুন) থেকে ঈদ স্পেশাল নামের এ ট্রেনটি চলবে। বর্তমানে এ রুটে পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস নামে তিনটি ট্রেন চলাচল করছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন-মাস্টার ময়েন উদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ময়েন উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে বিশেষ ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের পরদিন থেকে আবার পরবর্তী সাতদিন চলাচল করবে। দুটি এসি বগিসহ এ ট্রেনে ১১টি বগি রয়েছে। ট্রেনটি প্রতিদিন দুপুর দেড়টায় ঈদ স্পেশাল-৪ নামে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আবার ঈদ স্পেশাল-৩ নামে প্রতিদিন রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে।’

তিনি আরও বলেন, ‘এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোনও অফ-ডে থাকবে না। তবে ঈদের আগের দিন রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না।’

ময়েন উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

এদিকে, যাত্রী হয়রানি বন্ধে রেল পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে ময়েন উদ্দিন বলেন, ‘ট্রেনের টিকিট বিক্রিতে যাতে কোনও ধরনের সমস্যা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ