শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

হাটহাজারী মাদরাসার নির্দেশনা : যেভাবে নির্ধারণ করবেন ফিতরার মূল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাটহাজারি বাজারসহ চট্টগ্রামের বিভিন্ন বাজারের দর সামনে রেখে জামিয়া দারুল উলুম হাটহাজারি মাদরাসা ফিতরার মূল্য নির্ধারণ করেছেন। এ হিসেবে ফিতরা জনপ্রতি সর্বনিম্ন- ৫০/= টাকা এবং সর্বোচ্চ ৯৮২/= টাকা।

মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে এক প্রকাশিত ফতোয়ায় ফিতরার এ বছরের মূল্য বিবৃত হয়েছে।

তবে ফতোয়ায় বলা হয়েছে, উপরোক্ত বাজার দর চট্টগ্রাম শহরের বাজার দর যাচাই ও পর্যালোচনা করে নির্ধারণ করা হয়েছে। কোন এলাকায় উল্লিখিত বাজার দরে তারতম্য দেখা দিলে উপরের পরিমাণ অনুযায়ী বাজার দর সমন্বয় করে ফিতরার টাকা নির্ধারণ করতে হবে।

এবার সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা

স্থানীয় বাজার দর অনুযায়ী নিয়ম হলো,

আটার হিসেবে ফিতরার পরিমাণ জনপ্রতি ১ কেজি ৬৩৬ গ্রাম। প্রতি কেজি আটার বাজার দর ৩০ টাকা হারে টাকার অংকে ফিতরা’র পরিমাণ হয় ৪৯.০৮ টাকা। তবে বিতরণের সুবিধার্থে ৫০/= টাকা নির্ধারণ করা হয়েছে।

* খেজুরের হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ৩ কেজি ২৭২ গ্রাম। প্রতি কেজি মধ্যম মানের খেজুরের বাজার দর ২২০/= টাকা হারে মোট ৭২০/= টাকা জনপ্রতি ফিতরা হিসাবে সদকা করতে হবে।

* কিসমিসের হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ৩ কেজী ২৭২ গ্রাম। প্রতি কেজি মধ্যমানের কিসমিসের বাজার দর ৩০০/= টাকা হারে মোট ৯৮২ টাকা জনপ্রতি ফিতরা হিসাবে সদকা করতে হবে।

প্রকাশিত ফতোয়ায় সংক্ষেপে সদকাতুল ফিতরের বিধানও তুলে ধরা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ