বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবে ডেমোক্র্যাট দলীয় এমপিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব ব্যবসার মাধ্যমে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছেন কংগ্রেসের প্রায় ২০০ ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

তাদের অভিযোগ এভাবে বিদেশি অর্থ গ্রহণের মাধ্যমে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করছেন।  এটা সুষ্পষ্ট সংবিধান বহির্ভূত কাজ।

যুক্তরাষ্ট্রের সংবিধানের বেতন-ভাতাসংক্রান্ত ধারা অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া এ রকম অর্থ বা উপহারসামগ্রী গ্রহণ নিষিদ্ধ।

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল এ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবেন বলে গত সোমবার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একসঙ্গে এত বেশি আইনপ্রণেতার একযোগে আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনা এটিই প্রথম।

হোয়াইট হাউস অবশ্য ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের ওই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র শন স্পাইসার বলেছেন, এই মামলার নেপথ্যে পক্ষপাতদুষ্ট রাজনীতি থাকতে পারে। মার্কিন বিচার বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আগে তারা বলেছে, প্রেসিডেন্টের ব্যক্তিগত সামর্থ্যের বিরুদ্ধে মামলা করাটা অসাংবিধানিক।

সিনেটের অন্তত ৩০ জন এবং প্রতিনিধি পরিষদের ১৬৬ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করার উদ্যোগে যোগ দিয়েছেন। প্রতিনিধি পরিষদের সদস্য জন কনিয়ার্স বলেন, অন্তত ২৫টি দেশে ট্রাম্পের এ রকম ব্যবসা আছে। মনে হচ্ছে, তিনি মুনাফা সর্বোচ্চ পর্যায়ে নিতে প্রেসিডেন্টের ক্ষমতা কাজে লাগাচ্ছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ