শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

কারিগরি ও মাদরাসা বিভাগে যাচ্ছে এবতেদায়ী শিক্ষা ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবতেদায়ী মাদরাসা শিক্ষার সব কার্যক্রম এখন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চলে আসবে এবতেদায়ী শিক্ষা। এতদিন এ শিক্ষার সব দায়িত্বে ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৪ই জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব (মাদ্রাসা-২) মো. আবদুল খালেক স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করে এ চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবতেদায়ী স্তরের পাঠ্যপুস্তক ও কারিকুলামে আরবী ভাষা ও কুরআন তাজবীদ বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য সরকার মনে করে দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এদিকে শিক্ষানীতি-২০১০ এর ৬ ও ২৭ অধ্যায়ের আলোকে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখাও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অন্যান্য স্তরের সাথে মিল রেখে সুচারুরুপে পরিচালনার জন্য এবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলয়ের পরিবর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সেকশন-২), কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাবুস সালাম মাদরাসায় সংঘর্ষ: আহত ১০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ