মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বিশ্বাসী হৃদয়ের সুর রিয়েলিটি শো: আজ থেকে তৃতীয় রাউন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ: পয়লা রমজান থেকে শুরু হয়েছিল রিয়েলিটি শো বিশ্বাসী হৃদয়ের সুর। প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড থেকে সরাসরি তৃতীয় রাউন্ডে উঠে এসেছে ১০ জন। বাদ পড়াদের মধ্য থেকে আজ দর্শক ভোটে তৃতীয় রাউন্ডে যাবে আরো ৫ জন।

অনুষ্ঠানটি মৌলভীবাজারের স্থানীয় টিভি চ্যানেল MCS এ  প্রতিদিন ৫:১৫ থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের জন্য থাকবে ৫০ হাজার টাকা করে পুরস্কার। এবং ইয়েস কার্ড প্রাপ্ত সকলের জন্য থাকবে আকর্ষণী গিফট হ্যাম্পার।

তৃতীয় রাউন্ডে প্রতিদিন তিনজন করে মোট পাচঁদিন চলবে। অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনা প্রদান করছেন, হাফেজ মাওলানাঃ মঈনুল হক্ব চৌধুরী চেয়ারম্যান: বিশ্বাসী হৃদয়ের সুর, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন আজফার খান।

তৃতীয় রাউন্ডে চান্স প্রাপ্তদের মধ্যে রয়েছে, মুবিনুর রহমান, রাজনগর, তাহমিনা আক্তার, সদর, ফারাজ হাসান, কুলাউড়া, মাশহুদা সুলতানা, সদর, রুম্মান নাইম চৌধুরী, শ্রীমঙ্গল, আমেনা আক্তার সাঞ্জু,সদর, ফারহানুল ইসলাম, রাজনগর, মাহবুবা সুলতানা, সদর, বুশরা বিনতে আজিজ, সদর, আতিকুর রহমান রাহী,বড়লেখা।

প্রতিযোগিতায় অংশ নেয়া সকলের জন্য রয়েছে প্রতিদিনের বিশেষ পুরস্কার গিফট হ্যাম্পার।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ