সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

আল-আরাফাহ্ উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: পূর্বঘোষণা অনুসারে বাজারদরে ২ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ড. বাহাউদ্দিন মোহাম্মদ ইউসুফ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি তিনি আরো ২ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন এবং ১ লাখ শেয়ার বিক্রি করেছেন।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সম্প্রতি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। গেল হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭২ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৭১ পয়সা ইপিএস দেখিয়েছে ব্যাংকটি। আগের বছর একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ৪৭ পয়সায়।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংকটি।

ডিএসইতে সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সায় আল-আরাফাহ্ শেয়ারের লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ২১ টাকা ৭০ পয়সা ও সর্বনিম্ন ১২ টাকা ৬০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৫ দশমিক ৪৪, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ৫ দশমিক ৮৮।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ