শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

ওসামা বিন লাদেনকে নিয়ে ঠাট্টা করায় হেলিকপ্টার নিয়ে পুলিশ হাজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাউজপার্টিতে লাদেনের মৃত্যুকে নিয়ে মজা করে গান গাইছিলেন তারা। পাশাপাশিই চলছিল হাসি ঠাট্টাও। আচমকাই দেখলেন বাড়ির বাগানে এসে হাজির হয়েছে পুলিশের হেলিকপ্টার। ইসলাম বিরোধী গানে ঠাট্টা করে মেতে উঠেছিলেন তারা। তাই তাদেরকে ইসলাম বিরোধী বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এ ব্যাপারে পুলিশ সূত্রে জানা গেছে, প্রচন্ড জোরে বাজছিল গানগুলো। আর ওসামা বিন লাদেনের মৃত্যুকে ঘিরেই তারা গান গাইছিলেন জোরে জোরে। বিন লাদেন সং হিসেবে তকমা দেওয়া হয়েছে ঐ বিশেষ গানগুলোকে। কিন্তু এই গানটির সঙ্গে ধর্ম বিদ্বেষের কোনো বিষয় এখানে নেই বলে জানিয়েছে হাউজপার্টিতে উপস্থিত ব্যক্তিরা।

এই প্রসঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ভাবেই হয়েছে। ইউটিউবে পরপর গান চলছিল। তখনই হয়তো এই গানটি চালু হয়ে গেছে। এসময় হাউজপার্টিতে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি নিয়ে খুবই ক্রুদ্ধ হয়ে যান।

তিনি বলেন, এই মিউজিকটি যথেষ্ট পরিচিত। ব্রিটিশ এবং আমেরিকান সেনারা হত্যা করার পর পরই ইউটিউবে আসে এই ভিডিওটি।

এদিকে, একজন মহিলা পুলিশকর্মীও উপস্থিত ছিলেন ঐ হাউজপার্টিতে। লাদেনের গানটি বাজতেই সঙ্গে সঙ্গে প্যানিক বাটন প্রেস করেন তিনি। এরপরই দশজন পুলিশ হেলিকপ্টার নিয়ে উপস্থিত হয় সেখানে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ