সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

গর্ভনিরোধক যন্ত্র হাতেই ভুমিষ্ঠ হলো শিশু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মা লুসি হেলেইন দুই সন্তানের জননী। এই মুহূর্তে চাইছিলেন না আর কোনো সন্তান নিবেন। তাই সাবধানতা অবলম্বন করেছিলেন যথেষ্ট। গর্ভনিয়ন্ত্রণে জরায়ুতে স্থাপন করেছিলেন কৃত্রিম জন্মনিয়ন্ত্রণ যন্ত্র ইন্ট্রা ইউটেরাস ডিভাইস (আইইউডি)। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

জন্মনিয়ন্ত্রণকারী যন্ত্র হাতে নিয়েই মা এর পেট থেকে বের হলো ডেক্সটার টাইলার। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

লুসি হেলেইন ২০১৬ সালের আগস্টে গর্ভনিয়ন্ত্রণে সাহায্য নিয়েছিলেন ইন্ট্রা ইউটেরাস ডিভাইস (আইইউডি)। ইংরেজি ‘টি’ আকৃতির ছোট্ট এই যন্ত্র জরায়ুতে স্থাপন করে গর্ভরোধ করা যায়। কিন্তু তাতে কী! তৃতীয় সন্তানের জন্ম ঠেকানো যায়নি।

ডিসেম্বরেই লুসি টের পেয়েছেন, তিনি ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। সে ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি। তবে শেষটা যে এতটা আশ্চর্যরকম হবে তা হয়তো লুসি কখনো চিন্তাও করেননি। ভূমিষ্ঠ হয় ছোট্ট ডেক্সটার তবে, তার হাত আঙুলে লেগে ছিল সেই আইইউডি-টি!

লুসির অস্ত্রোপচারের সঙ্গে ছিলেন নার্স লরা গ্যাসেমেনিয়া। তিনি জানান, আইইউডি প্রয়োগে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য শতাংশ। তাই লুসির বিষয়টি ‘মিরাকল’এর মতো। বিষয়টিকে আরও সাংকেতিক করে তোলার জন্য ছোট্ট ডেক্সটারের আঙুলে আইইউডি-টি ভাল করে আটকে দেন তিনি।

আর আইইউডি হাতে ডেক্সটারের ছবি তোলান লুসিকে দিয়েই। ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউণ্টে পোস্ট করেছেন লুসি। তবে এখন ছোট্ট ডেক্সটারকে পেয়ে খুশি লুসি। ভাইকে পেয়ে আপ্লুত খুদে ডেভ এবং ফায়ও।

সুত্র: অনলাইন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ