রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

সংঘাতময় শীর্ষ ১০ দেশের ৮টিই মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) বিশ্বের সবচেয়ে সংঘাতময় দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষে থাকা ১০টি দেশের অন্তত আটটিই মুসলিম দেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে যুদ্ধ বা  সরাসরি সংঘাতে প্রাণহানিতে শীর্ষে রয়েছে সিরিয়া। দেশটিতে গত এক বছরে ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।

সিরিয়ার পরই বিশ্বের সবচেয়ে বড় ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে মেক্সিকোকে অভিহিত করা হয়েছে। দেশটিতে মাদকবিরোধী ‘যুদ্ধে’ মারা গেছে ২৩ হাজার মানুষ। যার বেশিরভাগই নির্দোষ ও মাদকের সঙ্গে সম্পৃক্ততা ছিল না।

তালিকায় থাকা ১০টি দেশের মধ্যে থাকা দেশগুলো হচ্ছে- সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, তুরস্ক, নাইজেরিয়া, সুদান, দক্ষিণ সুদান ও নাইজেরিয়া। শীর্ষ সংঘাতপূর্ণ দেশের তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ইরাক ও আফগানিস্তানে গত বছর সংঘাতে মারা গেছেন যথাক্রমে ১৭ হাজার ও ১৬ হাজার মানুষ।

ধর্ষণে বিশ্বের শীর্ষ দশ দেশ

অস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষে যারা

পঞ্চম স্থানে থাকা ইয়েমেনে জাতিগত সংঘাতে মারা গেছেন ৭ হাজার। সোমালিয়ায় মারা গেছে সাড়ে তিন হাজার। সপ্তম স্থানে থাকা তুরস্কে সংঘাতে মারা গেছেন তিন হাজার মানুষ।

নবম ও দশম স্থানে থাকা দক্ষিণ সুদান ও নাইজেরিয়ায় প্রাণ হারিয়েছেন যথাক্রমে ৩ হাজার ৯০ ও ৩ হাজার।

ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী সংঘাতে প্রাণহানির সংখ্যা আগের বছরের তুলনায় ২০১৬ সালে কিছুটা কম ছিল। গত বছর ১ লাখ ৫৭ হাজার মানুষ সংঘাতে মারা গেছে, যা আগের বছরের চেয়ে ১০ হাজার কম। আর ২০১৪ সালে প্রাণহানি হয়েছিল ১ লাখ ৮০ হাজার।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ