শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

দুর্বৃত্তের ছোড়া এসিডে গাইবান্ধায় মা ও মেয়ে দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে এক গৃহবধূ ও তার মেয়ে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ও স্থানীয়রা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই নারী ও তার মেয়ে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাদের ওপর এসিড ছুড়ে পালিয়ে যায়। এতে মা ও মেয়ে মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. সজীব কুমার বলেন, আহত গৃহবধূর হাত, পিঠ ও পাসহ শরীরের ১০ ভাগ দগ্ধ হয়েছে। আর তার মেয়ের উরুতে এসিড লেগে শরীরের ৪ ভাগ মতো জায়গা পুড়ে গেছে। তবে মা মেয়ে দুজনেই আশঙ্কামুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত গৃহবধূ জানান, রাতে মেয়েকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গায়ে এসিড ছুড়ে মারে। তবে তাদের চিনতে পারেননি তিনি।

সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

]টেকনাফে কুরআন প্রতিযোগিতায় ৩ লক্ষ টাকা পুরস্কার]

[আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে অনেক কিছুই অর্জন করা সম্ভব: আল্লামা আহমদ শফী]

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ