বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

রাজশাহীতে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী: রাজশাহী মহানগরীর মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসা থেকে রায়হান হোসেন (১০) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোববার (১৬ এপ্রিল) মহানগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। রায়হান রাজশাহীর তানোর উপজেলার গোকুল গ্রামের লিটন হোসেনের ছেলে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, নিখোঁজ ছাত্র রায়হানের মা বেবি বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে সম্ভাব্য সব স্থানে শিশুটির খোঁজ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্ধান মেলেনি।

ওসি বলেন, রায়হান মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসার আবাসিক ছাত্র। গত ৭ এপ্রিল রায়হানের সঙ্গে দেখা করার জন্য দাদি জাহানারা বেগম মাদরাসায় যান। পরে খাবার কিনে দিয়ে রায়হানকে মাদরাসায় রেখে আসেন।

কিন্তু ১৪ এপ্রিল মা বেবি বেগম, দাদি জাহানারা বেগম ও ফুপু পারুল রায়হানের সঙ্গে দেখা করতে গেলে তারা জানতে পারেন গত ৭ এপ্রিল থেকেই রায়হান নিখোঁজ।

অথচ কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। এজন্য মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন তার মা। মাদরাসা কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ