রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


কাশ্মীরে বন্ধ হলো ১০ হাজার ফেসবুক একাউন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Facebook_Whatsupআতাউর রহমান খসরু : ভারত সরকার মুসলিম প্রধান জম্মু ও কাশ্মীরে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপত্তা ঝুঁকির অংশ মনে করছে। তারই অংশ হিসেবে জম্মু-কাশ্মীরে বন্ধ করে দেয়া হয়েছে ১০ হাজার ফেসবুক একাউন্ট এবং পাঁচশত হোয়াটস আপ গ্রুপ।

সরকার অভিযোগ করেছে, কাশ্মীরের স্বাধীনতাকামীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যুব সমাজকে ঐক্যবদ্ধ করছে এবং তাদের সরকারের বিরুদ্ধে অস্ত্রধারণে উৎসাহিত করছে।

কাশ্মীরের পুলিশের মহাপরিচালক শিস পাউলে ভেদ শ্রিনগরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যম উপত্যকা  ও দেশের জন্য হুমকি হয়ে উঠছে।

তিনি বলেন, জঙ্গিরা তিন শতাধিক হোয়াটস আপ গ্রুপ পরিচালনা করে এবং প্রত্যেক গ্রুপে গড়ে আড়াইশো সদস্য রয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে, পুলিশ মহাপরিচালকের সংবাদ সম্মেলনের পর জম্মু-কাশ্মীরে ১০ হাজার ফেসবুক একাউন্ট এবং পাঁচশত হোয়াটস আপ গ্রুপ বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র : মিল্লি গেজেট

কওমি স্বীকৃতির ঘোষণা অনুষ্ঠানে যারা থাকছেনবেফাকভুক্ত হলো যাত্রাবাড়ী মাদরাসা, কমিটিতে আসছেন আল্লামা মাহমদুল হাসান

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ