মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


স্বাস্থ্য অধিদফতরের গোডাউনে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mohakhali-fireআওয়ার ইসলাম: রাজধানীর মহাখালীর সাততলা টেমোর মোড় এলাকায় স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত রাত সাড়ে ১২টা দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে ‘

এদিকে রাত পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কারণ দূর থেকে পানি আনতে হচ্ছে। তাই দ্রুত কাজ করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘গোডাউনে রাসায়নিক পদার্থ থাকায় আগুণের তীব্রতা বেশি। তবে আগুন গোডাউনের আশপাশের ভবনের ছড়ানোর আশঙ্কা নেই।’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ