শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

কলরব থেকে বহিস্কার বিষয়ে ফেসবুকে যা লিখলেন আবু সুফিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abu_sufianবৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন করলব থেকে বহিষ্কার করা হয় সিনিয়ার শিল্পী আবু সুফিয়ানকে। এ বিষয়ে ফেসবুকে নিজের প্রতিক্রিয়ার কথা লিখেছেন আবু সুফিয়ান। বিচারে না ডেকে হঠাৎ করে বহিষ্কারের জন্য তিনি কারণও জানতে চেয়েছেন সেখানে। তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

‘ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আমাকে আমার প্রিয় আঙ্গিনা কলরব থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ইসলামী আন্দোলন এর মুরব্বীদের আওতাধীন ছিল। উনাদের কাছে আমি আমার বিচারের ভার দিয়েছিলাম। মুরব্বীরা ওয়াদা দিয়েছিলেন চরমোনাই মাহফিল এর পর সকলকে ডেকে বিচার বিশ্লেষণ করে সঠিক রায় দিবেন। কিন্তু তার আগ থেকেই আমাকে বহিষ্কারের ঘোষণা বিভিন্নভাবে শুনে আসছিলাম।

পরিশেষে আমাকে না ডেকে না জানিয়ে, হটাৎ করে বহিষ্কার করা নিয়ে আমার মনে শঙ্কা দেখা দিল, এটাই কি ন্যায় বিচার? নাকি একতরফা বাকশালীয়র মত বিচার। এর আগেও কাজী আমিনুল ইসলাম ভাইকে না ডেকে, না জানিয়ে, তার অনুপস্থিতে তাকে একতরফাভাবে বহিষ্কার করা হয়েছিল।

আমার অপরাধ কী? কোন অপরাধের কারণে আমাকে বহিষ্কার করা হল, আজও জানতে পারলামনা। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুরব্বীদের পানে চেয়েছিলাম। যারা জঘন্য অপরাধ করল তারা পার পেয়ে গেল, আর আমাকে বহিষ্কার করা হল। আমাকে বহিষ্কার করায় আমি বিন্দুমাত্র বিচলিত হয়নি। কারণ অনিয়মকারীদের কাছ হতে আর কিইবা উত্তম বিচার আশা করা যায়। আমি মাজলুম, আমি আমার অধিকার ফিরে পেতে প্রয়োজনে আদালত, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার দ্বারস্থ হব, তবুও পিছপা হব না। আমি ভীতু নই, কলঙ্কিত নই, অর্থ আত্মসাৎকারী নই, কোন মেয়ে দ্বারা অভিযুক্ত নই। সুতরাং আমি দেখেই ছাড়ব।

তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে যে সংগঠনটি আজ বিশ্ব দরবারে সম্মানের জায়গায় দাঁড় করিয়েছি, আজ সেই আঙ্গিনা থেকে আমাকে অন্যায়ভাবে, অনিয়মতান্ত্রিকভাবে বহিষ্কার করা হয়েছে। এর বিচার এই দুনিয়ায় না পাই, ঐ দুনিয়ায় পাবই। মহান বিচারক আল্লাহতায়ালার কাছে আমি মাজলুম বিচার দিলাম, হে আল্লাহ্‌ যারা আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করল তাদের বিচার এই দুনিয়াই যেন হয়। যেহেতু আমি বহিষ্কৃত ঘোষিত হয়েছি, সেহেতু আর মুখ বন্ধ করে থাকব না। আগামীকাল থেকে একটার পর একটা ওদের অন্যায়, ওদের চরিত্রহীনতার সব ডকুমেন্ট প্রকাশ করব। যে ডকুমেন্টগুলো আমি বিভিন্ন ভিকটিমদের কাছ থেকে পেয়েছি। সম্মানিত ভক্তরাই বিচার করবেন, কার অপরাধ কার উপর চাপিয়ে বহিষ্কারের নাটক সাজিয়ে অপরাধী পার পেতে চাচ্ছে। অপেক্ষায় থাকুন... আজ এই পর্যন্তই।’

আরো পড়ুন: কলরব থেকে আবু সুফিয়ানকে অব্যহতি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ