সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’

জমি নিয়ে বিরোধে মাদরাসার খাবারে বিষ: ৫১ শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madrasa_haspatalবরিশাল: জমি নিয়ে বিরোধের পর মাদরাসার খাবারে বিষ প্রয়োগের ঘটনায় বরিশালে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষকসহ ৫১ ছাত্র।

জেলার উলালঘূনীর ইসলামীয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় গতকাল এ ঘটনা ঘটে। শিক্ষক হাফেজ জহিরুল ইসলামসহ ৫০ শিক্ষার্থী গতকাল মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানায়, খাবারের ভাজি ও লাউ তরকারি খেয়ে প্রথমে তাদের পেটে ব্যথা অনুভব হয়। পরে একে তারা টয়লেটে যেতে যেতে গুরুতর অসুস্থ হয়ে পরে।

মাদরাসার ইংরেজি শিক্ষক মো: জসিম উদ্দিন বলেন, তাদের খাবার বাসি বা পঁচা ছিল না। স্থানীয় একটি মহলের সাথে মাদরাসার সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় এ ঘটনার নেপথ্যের কারণ বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক মেডিকেল টিম পাঠিয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: এএফএম শফিউদ্দিন। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মো: দেলোয়ার হোসেন বলেন, ‘৫১ জন রোগী ভর্তি হবার পর তারা চিকিৎসা দিচ্ছেন। রাতভর তাদের কলেরা স্যালাইন পুশ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একাধিকবার টয়লেটে যাওয়া ও বমি হওয়ার কারণে রোগীদের শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে।’

আরআর

ফ্রি সময়গুলো কাজে লাগান, শিখে রাখুন সাংবাদিকতার বেসিক 

journalism_cors4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ