মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর চেয়ে দশগুণ বেশি বেতন পান আহমদ ফাহুয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ahmad Faour
আওয়ার ইসলাম : অস্ট্রেলিয়ার ডাক বিভাগের প্রধান নির্বাহী আহমদ ফাহুয়ার। ডাক বিভাগের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন ২০১০ সালে। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, গত এক বছরে তিনি প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আয় করেছেন। যার মধ্যে ৪.৪ মিলিয়ান ডলার বেতন এবং ১.২ মিলিয়ন ডলার বোনাস হিসেবে দেয়া হয়েছে।
আহমদ ফাহুয়ারকে প্রদত্ত অর্থ দেশটির প্রধানমন্ত্রীর বেতনের চেয়েও দশগুণ বেশি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দেশটির রাষ্ট্রীয় ডাক অপারেটরকে আহবান জানিয়েছেন, যেনো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর ভূষিত এ বেতন পুনর্বিবেচনা করা হয়।
টার্নবুল বিস্ময় প্রকাশ করে বলেন,  ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে ফাহুয়ারের পারিশ্রমিক খুবই বেশি।’
অস্ট্রেলিয়ান পোস্ট ব্যাপারটিকে আমলে নিয়ে জানিয়েছে গত বছর প্রতিষ্ঠানটিকে ক্ষতির হাত থেকে লাভের পথে ফেরানোয় ফাহুয়ারকে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন ডলারের অতিরিক্ত বোনাস প্রদান করা হয়।
এছাড়া বেতনের পাশাপাশি পেনশনসহ আরোও আনুষাঙ্গিক সুবিধা ভাতাও দেয়া হয়।
অস্ট্রেলিয়ার পোস্ট বিভাগের চেয়ারম্যান জন স্টেনহোম মিডিয়ায় আহমদ ফাহুয়ারকে নিয়ে যে উন্মাদনা চলছে তার সমালোচনা করে বলেন, এখানে কোনো অসৎ উদ্দেশ্য ও গোপন করার কিছু নেই। আমরা প্রতিবছর যথাযথভাবে হিসেব জমা দিয়েছি। ২০১৫ ও ২০১৬ অর্থ বছরের হিসেব নিয়ম অনুযায়ী প্রদান করা হয়।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ