বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

russia-air-forceআওয়ার ইসলাম : নতুন করেই যেনো শুরু হলো শীতল যুদ্ধ যুগ। আমেরিকা ও ইউরোপের বৈরিতা মোকাবেলায় মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

মহাকাশ থেকে পৃথিবীর যেকোনো দেশ ও স্থানে হামলা করতে সক্ষম এমন সামরিক যান তৈরি করছে রাশিয়া। অভিনব এ সামরিক যান পরমাণু অস্ত্রবহনেও সক্ষম হবে।

পরিকল্পনা অনুযায়ী, তৈরি হবে একটি স্পেস প্লেন, যা সোজা উঠে যাবে মহাকাশে একেবারে স্পেস শাটলের ঢঙে। আর সেখান থেকে যে কোনও দেশে পরমাণু হামলা চালিয়ে রাশিয়ায় ফিরে আসবে ওই বিমান। ২০২০ সালের মধ্যে ওই বিমান তৈরি করার পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মূলত এই বিমান তৈরি করা হবে যাতে এটি রাশিয়ার কোনও এয়ারফিল্ড থেকে উড়ে গিয়ে আকাশ থেকে নজরদারি চালাতে পারে। তবে কমান্ড পেলে এটি উঠে যাবে মহাকাশে। পরমাণু বোমা ফেলে ফিরে আসবে ঘরে।’ এটি একটি হাইপারসনিক স্পেস প্লেন বলেই জানা গিয়েছে।

ইতিমধ্যেই ইঞ্জিন বানিয়ে ফেলেছে রাশিয়া। যা সাধারণ উচ্চতা থেকে মহাকাশে অবাধে যাতায়াত করতে পারে। চলতে চলতেই একটা সুইচে চালু হয়ে যাবে রকেট মোড, উড়ে যাবে মহাকাশে। তার জন্য কমবাইন্ড পাওয়ার প্লান্ট তৈরি করা হচ্ছে।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ