সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

গ্রামে-গ্রামে দীনের তালিম দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad_shofi2আওয়ার ইসলাম: ‘গ্রামে-গ্রামে ওয়াজ মাহফিল করে দীনের তালিম দিন। যারা আমল করবে তারা ছওয়াব পাবে। আমরা জোর করে দীনের দাওয়াত দেব না। বেশি বেশি দরুদ পড়ুন। পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন।’

আজ শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর মধ্য বাড়েরা এলাকার খানকায়ে হোসাইনীয়া মাদানী শরীফে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী একথা বলেন।

তিনি আরও বলেন, দরুদ পাঠের সময় ইয়া নবী সালামু আলাইকা বলে অনেকেই দাঁড়িয়ে যান। কুরান হাদিসে এরকম উদাহরণ কোথাও নাই। এগুলো করা বেদাত।

এর আগে আজ শনিবার দুপুর দুইটায় চট্টগ্রাম থেকে বিশেষ হেলিকপ্টারযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খেলার মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠে তিনি অবতরণ করে স্থানীয় বাইতুল কোরআন হাফিজিয়া কওমীয়া মাদরাসার দস্তারবন্দী অনুষ্ঠানে যোগদান করেন।অনুষ্ঠানে বাইতুল কোরআন হাফিজিয়া কওমীয়া মাদরাসার ১১৫ জন ছাত্রকে পাগড়ি পরানো হয়।

আল্লামা শাহ আহমদ শফি বাইতুল কোরআন হাফিজিয়া কওমীয়া মাদরাসার মাহফিলে বক্তব্য দেননি। তবে ৩০ মিনিটব্যাপী এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনজাতে বিশ্বের নিপীড়িত নির্যাতিত মুসলমানদের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের সভাপতি আল্লামা আবদুর রহমান হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদরাসার শাইখুল হাদিস আওলাদে রাসূল আল্লামা আরশাদ মাদানী।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ