শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

মেশিনে নাপাক কাপড় ওয়াশ করলে পাক হয় কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dry_cliner_kaporদিদার শফিক: কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি ওয়াশ করার পদ্ধতির ওপর নির্ভর করে। সাধারণত কাপড়ে থাকা ময়লা বা নাপাকি পানি দিয়ে ধুয়ে নিলে কাপড় পবিত্র হয়ে যায়।

আর অধিকাংশ ড্রাই ক্লিনারের পদ্ধতি হল মেশিনে কাপড় ও পাউডার দিয়ে ঢাকনা বন্ধ করে দেওয়া হয়। তারপর সুইচ অন করে দিলে মেশিনের ভেতর কাপড়গুলো ঘুরতে থাকে।এভাবে কাপড় ঘুরার ফলে কাপড় থেকে ময়লা বের হয়ে যায়। তারপর পানির লাইন খুলে দেওয়া হয় ফলে এক দিক দিয়ে পানি প্রবেশ করে আর অন্যদিক দিয়ে পানি বের হয়ে যায়। ড্রাই ক্লিনারের এ পদ্ধতিটি কাপড়ে পর্যাপ্ত পরিমাণ পানি প্রবাহিত করার নামান্তর।

ড্রাই ক্লিনারে কাপড় ধোয়ার পদ্ধতিটি যদি উপর্যুক্ত পদ্ধতিটির অনুরূপ হয়ে থাকে যার মাধ্যমে ময়লা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে।

এ ক্ষেত্রে উত্তম হল, যে যেখানে কাপড় ওয়াশ করে থাকে সেখানের ওয়াশ করার পদ্ধতি কী তা জেনে নেওয়া এবং কোন মুফতি সাহেবের কাছ থেকে মাসয়ালা জেনে নেওয়া।

আদ্দুরুল মুখতার:১/৫৪১ যাকারিয়া, আলমগিরি ১/৯৭-৯৮, আল বাহরুর রায়েক: ১/৪১১।

এআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ