শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

কে পাচ্ছেন দেশ গবেষক সম্মাননা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

last_fainalআওয়ার ইসলাম: দেশ অধ্যয়ন কেন্দ্র ও আওয়ার ইসলামের উদ্যোগে ‘এসো দেশকে জানি’ কুইজে যারা বিজয়ী হয়েছেন তাদের নিয়ে চূড়ান্ত পর্ব এবং বিজয় উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।

চূড়ান্ত পর্বে লিখিতভাবে ৩০ মিনিটের একটি কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হবে প্রতিযোগিতা পর্ব।

বিজয়ী ১০জনকে দেওয়া হবে ‘দেশ গবেষক’ সম্মাননা সার্টিফিকেটসহ বিশেষ পুরস্কার। অংশ গ্রহণকারীকে শুধু কলম নিয়ে আসলেই হবে। শুধু ২০টি প্রশ্নের উত্তরের পাশে টিক () চিহ্ন দিতে হবে।

প্রতিযোগিতা শেষে শুরু হবে-বিজয় উৎসব। দেশের সঙ্গীত, ছড়া-কবিতাপাঠ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, দেশ গবেষক সম্মাননা ও পুরস্কার বিতরণ ইত্যাদি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। দেশ অধ্যয়ন কেন্দ্রের সভাপতি মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিজয় উৎসবের সভাপতিত্ব করবেন। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী।

এছাড়াও আলেম, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক সাংবাদিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজয় উৎসবে নানা আয়োজনের পাশাপাশি কবি ও ছড়াকারদের কণ্ঠে কবিতাপাঠ এবং আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম নিয়ে পাঠকদের বক্তব্যের একটি পর্ব থাকবে।

কুইজ ১ম পর্বে বিজয়ীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আওয়ার ইসলাম ইভেন্ট-এর পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মুরাদ খান।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ