রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

অনন্তকাল স্বাধীন থাকতে দুনিয়ার কিছুকাল পরাধীন থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান
ফুলপুর থেকে

fulpur10অনন্তকাল স্বাধীন থাকতে হলে দুনিয়ার কিছুকাল সময় পরাধীন থাকতে হবে। নিজের জান এবং মালকে নিজের মনমত ব্যয় করা যাবে না। আল্লাহর হুকুম মত ব্যয় করতে হবে।

শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুরে দিউ বেপারীপাড়া জামে মসজিদ ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা আবু রায়হান সহ-সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় আরও বয়ান করেন, বিশিষ্ট আলিমে দীন হাফেজ মাওলানা মুজিবুর রহমান, মুফতী আমিনুল ইসলাম মাহবুবী, মুফতী আজিম উদ্দিন শাহ জামালী, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

মাওলানা আবু রায়হান বলেন, আমার চোখ, আমার হাত আমার না। জান্নাতের বিনিময়ে আল্লাহ এগুলো কিনে নিয়েছেন। আমি এগুলোর পাহারাদার। এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমি আল্লাহর হুকুমের নিকট পরাধীন। আল্লাহর হুবুম মত ব্যবহার করতে হবে। দুনিয়ার সামান্য ক’দিন এভাবে পরাধীন জীবন যাপন করতে পারলে অনন্তকাল স্বাধীন থাকা যাবে। জান্নাতে সবাই স্বাধীন থাকবে। কাজেই অনন্তকালের যিন্দেগীতে স্বাধীন থাকতে চাইলে দুনিয়ার ক’দিন পরাধীন থাকতে হবে। নিজের মনমত চলা যাবে না। নিজেকে আল্লাহর মনমত চালাতে হবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. আবুল বাসার আকন্দ, মেয়র আমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান ও পয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তোফাজ্জল হক সভায় দোয়া নিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

হাফেজ এরশাদুল্লাহর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইউনুস আলী, মসজিদ কমিটির সভাপতি আলাল উদ্দিন, সেক্রেটারী আমিনুল ইসলাম, ইমাম হাফেজ সাইদুর রহমান, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ