শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

কয়েকটি স্ট্যাটাস যা আপনি ফেসবুকে দিতে পারেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

facebook-statusআওয়ার ইসলাম: ফেসবুক দুনিয়ায়  আজকাল চলছে চ্যাটিং যুগ। একসাথে স্ট্যাটাসেরও অন্যতম যুগে আছে মানুষ। ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা বাজে স্ট্যাটাসও দিয়ে ফেলি। তাই আর নয় বাজে স্ট্যাটাস। আজ থেকে আসুন আমরা ঘটা করে কিছু ভালো স্ট্যাটাস দেই।

১. মানুষ সদা ‘মৃত্যু’ থেকে বাঁচার চেষ্টা করে,  ‘জাহান্নাম’ থেকে নয়, অথচ মানুষ চাইলে ‘জাহান্নাম’ থেকে বাঁচতে পারে বটে কিন্তু ‘মৃত্যু’ থেকে নয় ।

২. শত রহস্যে ঘেরা সংসারের এ রঙ্গমঞ্চে প্রতিনিয়তই বিবর্তন ঘটছে জীবন নাটকের দৃশ্যপট, কখন যে কার ভাগ্যে কোন অধ্যায়ের অভিনয়ের পালা আসে তা কি কেউ আগাম বলতে পারে?  যিনি সবার অাড়ালে থেকে সৃষ্টির প্রতিটি জিনিস নিয়ন্ত্রণ করছেন তিনি ব্যতিত আর কার সাধ্য আছে তার কুদরতের ভেদ উন্মোচন করে?

৩. তুমি যদি পারো একজন আলেম হও। যদি তা না পারো, তবে দ্বীনের বাগানের একজন ছাত্র হও। যদি তা না পারো, তাহলে তাদের প্রতি ভালোবাসা দেখাও। যদি তুমি তাও না পারো তাহলে অন্ততপক্ষে তাদের ঘৃণা করো না।  --হযরত উমর ইবনে আবদুল আজিজ রহ.

৪. মক্কার বাগানে ফুটিল এক ফুল,নাম রাখিল তার মুহাম্মদ রাসূল। সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে, আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে।

৫. মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ? সুতরাং তোমার কি প্রস্তুতি আছে!  চুলের শুভ্রতা কি তোমাকে ভীতি প্রদর্শন করেনি?  সুতরাং তোমার কি অজুহাত রয়েছে!  কবরে কি তোমার শয্যা হবেনা?  তখন তোমার কি বক্তব্য থাকবে! আল্লাহর কাছে কি তোমার প্রত্যাবতন হবে না? তখন তোমার সাহায্যকারী কে হবে!

৬. মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দু'চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর,  আপন হবে নামাজ, রোজা অন্ধকার কবর।

৭. ‘ঐ সকল নারী জাহান্নামী, যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।’

—বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এবিআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ