রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

তাকে অামরা কিছুই দিতে পারিনি, এই অক্ষমবোধটাই বিবেককে তাড়িত করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী মোহাম্মাদ সানাউল্লাহ
টিভি অালোচক ও মাদরাসা শিক্ষক

gaji_sanaullahমাওলানা অাবদুল জব্বার সাহেবের মৃত্যু মানতে একটু কষ্ট হচ্ছে। যদিও একথা চির সত্য, জীবন-মৃত্যু কেবল অাল্লাহরই হাতে। তবু মনটা যেন কেমন করে উঠে। বলতে চায়, তিনি অারও কটা দিন থেকে গেলে ভাল হত।

তার সারা জীবনের মেহনত ছিল, কওমি সনদের সন্মানজনক মান। এ বিষয়টা তো এখন একটি পর্যায়ের দিকে যাচ্ছে। তিনি যদি তার সপ্নের এ সফলতার বিষয়টি দেখে যেতে পারতেন! কতই না ভাল হত!

অাবার মনের কোনে একটি উৎকণ্ঠাও দানা বাঁধে। তার মত এমন নির্মল চরিত্র, নির্লোভ সত্তা অার অদম্য কর্মচঞ্চল অারেকটি মানুষকি খুব সহজেই অামরা পাব। জানি না। এর সঠিক উত্তর অামার জানা নেই। তবে একথা দৃঢ়তার সাথে উচ্চারণ করা যায়, যে মানুষ যায়, তেমনটি অার অাসে না এ ধরায়।

যাই হোক, বেফাক অামাদের প্রাণের প্রতিষ্ঠান। অাশা-প্রত্যাশা ও স্বপ্নের সবুজ ভূবন। বেফাকের প্রতিটি অঙ্গনে হজরতের অবদান অামরা অনুভব করি হৃদয় গভীর থেকে। পরিশেষে দেশের অগণিত মানুষের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে অামিও বলব, বেফাকুল মাদারিসিল অারাবিয়ার প্রতি নিজ সন্তানোচিত যে মমতাবোধ নিয়ে মাওলানা অাবদুল জব্বার রহ. নিরলস খেদমত করেছেন- অামৃত্যু এটি অামাদের জন্য জীবনবোধের একটি অনন্য শিক্ষা হয়ে থাকবে।

মহান রাব্বে কারিমের কাছে বিনম্র নিবেদন, এ লোকটিকে দুনিয়াতে অামরা কিছুই দিতে পারিনি। না সন্মান। না প্রতিদান। অারহামুর রাহিমিন যেন, তাকে জাযায়ে খায়ের দান করেন। জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন। অামিন।

আরআর

বেফাককে তিনি শক্ত হাতে গড়ে তুলেছেন: আল্লামা আনোয়ার শাহ

সহবতকাঠিতে চিরনিদ্রায় মাওলানা আবদুল জব্বার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ