শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

মালিকের কবরে ১বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ বিন রফিক:

শুধু মানুষের সাথে প্রাণীর কেনো, প্রাণীর সাথে মানুষের সম্পর্কের দাস্তান ও কাহানি কিন্তু কম  পুরনো নয়। এবার প্রমাণ মিললো একটু ভিন্ন আঙ্গিকে।

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের এক গ্রামে এমন এক বিড়ালের সন্ধান পাওয়া গেছে যে বিগত এক বছর ধরে আপন মালিকের প্রতীক্ষায় তার কবর শিয়রে বসে আপন মনিবের ফেরার অপেক্ষা করে চলেছে।

আবু কিন্দারী নামের এক ব্যক্তি বিগত একবছর আগে ইন্তিকাল করেছিলো। তাকে দাফন করার পর থেকে আজ পর্যন্ত তার পালিত বিড়াল কবরের পাশে বসে মালিকের ফেরার অপেক্ষায় বসে কেবল প্রহর গুনে চলেছে। শুধু তাই নয় দিন-রাত সারাটা বেলা কবরের পাশে বসে থাকে এবং সেখানেই রাত যাপন করে।

মালিকের প্রতি বিড়ালের এই অনুরাগ ও প্রেম নিবেদনের ঘটনায় অ্যাটনো নামে ২৮ বছরের এক তরুণকে খুব নাড়া দেয়। সে বিড়ালকে কাছে টানার চেষ্টা করে। সে বিড়ালকে খাবার দেওয়ার পাশাপাশি তার জন্য নিজের ঘরে বিশেষ যত্ন নেয়। কিন্তু বিড়াল তরুণের ঘরে গিয়ে খাবার খেয়ে শেষ না করতেই পুনরায় মালিকের কবরে ধারে গিয়ে বসে পড়ে। এবং সেখানেই রাত যাপন করতে শুরু করে।

এর আগেও গত মাসে মানুষের সাথে প্রাণীর সম্পর্কেরে এক দাস্তান থাইল্যান্ডে দেখা মেলে। সেখানে জাওলং নামের এক পালিত কুকুর এক বছর পর্যন্ত আপন প্রভূর অপেক্ষায় সড়কের কিনারায় ঘুরেফিরে বেড়াচ্ছিলো। কিন্তু ২৫ সেপ্টেম্বর গাড়ি দূর্ঘটনায় কুকুরটি মারা যায়।

সূত্র: ডেইলি আজ ডটকম

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ