শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

হবিগঞ্জ ইকরা স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masud-kadirআওয়ার ইসলাম: প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীকে গড়ে তোলার আহ্বান জানিয়ে ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল সাংবাদিক মাওলানা মাসউদুল কাদির বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে গঠন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগী নিজেকে চিনতে পারে। সে দিক থেকে সবাইকে প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়।

শনিবার দুপুরে ইকরা বাংলাদেশ, হবিগঞ্জ আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতার প্রতি শিশুদের উৎসাহিত করে মাসউদুল কাদির বলেন, ‘প্রতিযোগিতায় যদি শিশুদের হৃদয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে একটি দাগও কাটে তাহলেই আমরা সার্থক।’

মাওলানা শেখ শরিফ হাসানাতের পরিচালনায় আরও বক্তব্য দেন মুফতি আনওয়ার আমির, আবুল কাসেম, মুফতি জুলকার নাইন, মাওলানা যোবায়ের মাদানী, মাস্টার জমির উদ্দীন প্রমুখ।

কোরআন তেলাওয়াত, মুখস্থ হাদিস, বাংলা বক্তৃতা, বাংলা ও ইংরেজি কবিতা পাঠ বিষয়ে শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যারা এখনো স্কুলে আসেনি এমন বাচ্চাদের জন্যও স্পেশাল এক আয়োজন। আনুষ্ঠানিকভাবে পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে পুরুষ অভিভাবকরা ইতিবাচক মতামত পেশ করেন এবং মহিলা অভিভাবিকারা লিখিতভাবে তাদের মতামত উপস্থাপন করেন।

এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ