বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

কাশ্মিরে হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় উরির হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nawaz-sআওয়ার ইসলাম : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দাবি করেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় উরির সেনাঘাঁটিতে হামলা হয়ে থাকতে পারে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া শেষে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন নওয়াজ। তিনি বলেন, কাশ্মিরে হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় উরির সেনাঘাঁটিতে হামলা হয়ে থাকতে পারে। গত দু’মাসে কাশ্মিরবাসীর অনেকেরই প্রিয়জন নিহত এবং অন্ধ হয়েছে। এতে সেখানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাশ্মিরে নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে ‘নির্যাতন’ চালানোর অভিযোগ তোলেন নওয়াজ শরীফ। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলার বদলে ভারতের উচিত কাশ্মিরের হত্যাকাণ্ডে নিজের ভূমিকা খতিয়ে দেখা। পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এ পর্যন্ত ১০৮ জন নিহত, দেড়শ’ অন্ধ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

উরি হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘স্বাক্ষ্যপ্রমাণবিহীন’ অভিযোগ বলে দাবি করেন তিনি।

নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মির সীমান্তের কাছে ভারতের উরি শহরটি  অবস্থিত। চলতি মাসের ১৮ তারিখে উরির সেনাঘাঁটিতে চালানো জঙ্গি হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছে। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের সামরিক ও বেসামরিক নেতৃবৃন্দ এ জন্য পাকিস্তানভিত্তিক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জেইশ-ই-মোহাম্মদকে দায়ী করে। ভারতীয় সংবাদ মাধ্যমে এ হামলার প্রতিশোধ নেয়ার জন্য পাকিস্তানে পাল্টা সামরিক হামলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র : টাইমস অব ইনডিয়া, পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ