রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণ হারিয়েছে ; পৃথিবীতে আছড়ে পড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগোং-১ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি কক্ষচ্যুত হয়ে আগামী বছর পৃথিবীর বুকে আছড়ে পড়বে। চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলেছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেনে চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচীর উপ পরিচালক উ পিং। ২০১২ সালে ২৯ সেপ্টেম্বর মডিউল এই মহাকাশ স্টেশনকে মহাশূন্যে ছোঁড়া হয়েছিল। আট টন ওজনের মানুষহীন মহাকাশ স্টেশনটি লম্বায় ১০.৪ মিটার এবং মূল অংশের ব্যাসার্ধ ৩.৩৫ মিটার। কথা ছিল, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর এটিকে কক্ষচ্যুত করা হবে। তারপর একে মহাসাগরে ফেলে দেয়া হবে বা পৃথিবীর আবহমণ্ডলে ঢোকার পর পুড়ে ছাই হয়ে যাবে।

কিন্তু চীনা কর্মকর্তারা এখন বলছেন, ২০১৭ সালের শেষ দিকে এটি পৃথিবীর দিকে যেতে শুরু করবে। অবশ্য এটা পৃথিবীর কোন অঞ্চলে  আছড়ে পড়বে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেন নি চীনা কর্মকর্তারা।

মহাকাশযানকে পৃথিবীকে ফিরিয়ে আনতে গেলে আবহমণ্ডলে ঢোকার  পর প্রচণ্ড তাপ সৃষ্টি হয়। এ কারণে কাজটি বেশ জটিল হয়ে ওঠে। উ পিং বলেছেন, হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে আবহমণ্ডল দিয়ে তীব্র গতিতে নামার সময়ে বায়ুর সঙ্গে প্রচণ্ড ঘর্ষণের ফলে মহাকাশ স্টেশনের বেশির ভাগ অংশই জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যাবে।

চীনা মহাকাশ সংস্থা বলেছে,  তিয়ানগোং-১’র ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং আছড়ে পড়ার আসন্ন আশংকা দেখা দিলে হুঁশিয়ারি জানানো হবে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ