শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

এক ম্যাচে ৪৩ গোল, গোলরক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির এক অখ্যাত দলের গোলরক্ষক এক ম্যাচেই ৪৩ বার নিজের জালে বল ঢুকতে দেখেন। ম্যাচের অনেকটা সময়ই তাকে ব্যয় করতে হয় জাল থেকে বল তুলে আনতে। সেই লজ্জাজনক ম্যাচের পর নিজের প্রথম অনুশীলনেই আটক হলেন আলোচিত গোলরক্ষক।

জার্মানির গণমাধ্যমগুলো জানায়, চলতি মাসের শুরুর দিকে পিএসভি ওবারহোসেনের কাছে ৪৩-০ গোলে বিধ্বস্ত হয় ভোন্ডারর্ট একাদশ। সেই ম্যাচে ভোন্ডারর্টের গোলরক্ষক ছিলেন মার্কো কিওতেক।

ওই ম্যাচের পর মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলন করেন কিওতেক। অনুশীলন থেকে ফেরার পথেই দু’জন সিভিল পুলিশ তাকে আটক করে।

কিওতেককে আটক করার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে কিছু বিষয় পরিষ্কার করার জন্য পুলিশ স্টেশনে যেতে হবে।’ যদিও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়।



এদিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরপরই কিওতেককে ছেড়ে দেয় পুলিশ। ৪৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচে গত শনিবার তাকে একাদশেই রাখেননি ভোন্ডারর্ট কোচ। শনিবারের ম্যাচে ৮-০ গোলে হেরে যায় দলটি।

এক ম্যাচে ৪৩ গোল হজম করার পর কিওতেক জার্মানির তারকায় পরিণত হয়েছিলেন। যদিও এ গোলরক্ষক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব লজ্জাজনক ম্যাচটি ভুলতে চান তিনি।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ