বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

নিজ হাতে কুরবানি দেবেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেকোনো উৎসব-পার্বণে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুল করেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এবারও তার ব্যত্যয় ঘটেনি। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মুশফিক শুধু ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাননি, দিয়েছেন মূল্যবান কিছু পরামর্শও। সেই সঙ্গে জানিয়েছেন, এবারের ঈদে নিজের হাতেই কোরবানি দেবেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ফেসবুক লাইভে শুরুতে শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘হ্যালো, আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমার মতো যাঁদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে, তাঁরা অবশ্যই কুরবানি দেবেন। নিজ হাতে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমিও নিজ হাতেই কোরবানি দেব।’

কুরবানির তাৎপর্য সম্পর্কে পরামর্শ দিয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘ঈদ আনন্দের, আসুন আমরা সবাই মিলে পরিবার আত্মীয়সজন, গরিব-মিসকিনদের সঙ্গে নিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করি। আর কুরবানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ লাখবেন, পশুর রক্ত ও ময়লা-আবর্জনা অবশ্যই পরিষ্কার করবেন। মাটিতে পুঁতে ফেলুন, না হয় পানি দিয়ে ধুয়ে ফেলুন।’

আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘সামনে আমাদের আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা। সবার কাছে দোয়া চাইব, যেন ঘরের মাঠে এই দুটি সিরিজে সাফল্য পাই। তা ছাড়া তাসকিন আহমেদ ও আরাফাত সানির জন্য দোয়া চাই। তারা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়া থেকে আজই (সোমবার) দেশে ফিরেছে। তারা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।’

টঙ্গীর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়ে মুশফিক বলেন, ‘টঙ্গীতে যে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর যাদের মৃত্যু হয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন সেই দোয়া করি।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ