রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

সাকিব মুসতানসির-এর ২টি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sakib mustansir

রাতেরফুল

একলা আকাশ, একলা আমি ভাবছি মনের ভুলে,
উদাস চোখে দেখছি আকাশ হৃদয় কপাট খুলে।
মিষ্টি হাওয়ায় ভেসে এলো হাস্নাহেনার ঘ্রাণ,
হঠাৎ কতক ঝিঁঝিঁপোকা ডাকলো মনে বান।
জোনাকপোকা জ্বাললো আলো মন ভরালো সবে,
লিলির ছোয়ায় রাত্তিরে সব মিটল আশা তবে!

মেঘ বৃষ্টি সন্ধ্যে আর কাদামাটির জোড়,
জলে ভেজা শীতল বাতাস নাড়িয়ে দিল দোর।
গুড়ুম গুড়ুম মেঘ ডাকে ঐ বিজলি নামে বেয়ে,
খেলার মাঠে দুষ্ট ছেলে ইচ্ছে মতো নেয় নেয়ে।
বিকেল থেকেই একলা পথিক চলছে ঘরের পানে,
কামিনী ঝোপে দোল লেগেছে পুবাল হাওয়ার টানে।
কিচিরমিচির থামিয়ে পাখি চলছে নিড়ের খুঁজে,
বিকেল গড়িয়ে সন্ধ্যে তখন এলো আপন বুঝে।

কানে গুঁজা কলম খানা হাতে নিয়ে যখন,
আঁকিবুঁকি আঁকছি কেমন ডায়রি জোড়ে তখন!
রজনীগন্ধার সবুজ ডাটায় থুকায় থুকায় সাদা।
গন্ধরাজে মাতাল হতে নেই কোন আজ বাধা।
বকুল বেলির স্নিগ্ধ কোমল আদোরে মাখা ঘ্রাণ,
কবিতা ভুলে সেই কখন কেড়েছে আমার প্রাণ!

শরৎকাল

জলে টইটম্বুর খালবিল আর নদীতে ভর জোয়ার
নীল আকাশে সফেদ তুলো খুলেছে শরৎ দোয়ার।
ছনের বনেও জোয়ার হেনেছে সাদা সাদা কাশফুল।
কলমিলতার ডাটা যেন কিশোরীর বেণী ভাঙ্গা চুল।

দিগন্ত মেখেছে বাহারি রংধনু,সাদা শাপলার মেলা।
শালুক তুলতে গায়ের রাখাল হাকছে বাঁশের ভেলা।
জেলে পারায় সুখের মাতম জেলেনীর ব্যস্ততা শত,
টেংরা পুটী মলা ডেলায় ভাংছে মাছরাঙার ধ্যানব্রত।

তীব্র গরমে অতিষ্ঠ প্রাণ,ক্ষনে বহে ঝড়ো হাওয়া,
ঘরছাড়া দল ভাঙছে নিয়ম, যখন তখন নাওয়া।
পাটখড়ি আর সোনালি আশের মনমাতানো সৌরভ,
যাচ্ছে মনে নাড়া দিয়ে অতীত হারানো গৌরব।

এই রোদ এই বৃষ্টি এই হাসি এই গুমরো আকাশ,
কখনো শীতল দখিণা সমীরণ কখনো গরম বাতাস।
ভোরের ঘাসে শিশির কণা, শিউলির সাদা চাদর,
সুবহে সাদিকে মিষ্টি সুবাস ছড়ায় মায়াবী আদর।

ষড়ঋতুর সোনার বাংলা আজি সেজেছে শরৎ সাজ,
সোনার দেশের সোনার নিয়ম প্রকৃতির রাজাধিরাজ।

আরআর

সাহিত্য বিভাগে আপনিও লিখুন। মেইল : newsourislam24@gmail.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ