রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

শাকীর এহসানু্ল্লাহ’র সিক্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুব আরামে খাচ্ছো তুমি সিঙ্গারা
পিছে দেখো, গরুর মাথায় শিং গাড়া

যার কানে বল্টু কানেক্ট
সে আনেবল টু কানেক্ট

ভাই আপনি কি গান জানেন?
নাকি বেশি গাঞ্জা নেন?

বলে গেছে খোলাফায়ে রশীদিন
পাপীদের খোলা পায়ে রশি দিন

shakir

যাকে বলি বস তামিম
সে চার ছয়ের বস্তা মিম

বিশ্ব শ্রমিক দিবস
নিঃস্ব শ্রমিক the Boss

এখানে বইসা কী করছ?
করি বৈশাখি খরচ

এখন আছে যার মানি
সেই থাকে জার্মানি

যে বেশি পণ্ডিত
তার হয় পণ death

চুমু দিলে তারে বলে কী স্যার?
চুমু দিলে তারে বলে kisser

খেলতে না পারলে নেপাল
একটা গরু কিনে নে পাল।

যদিও নারী কলঙ্কীনি
তবু তার জন্যই কলম কিনি

বউ ছাড়া বেড়ানি
বউ ছেড়াবেরানি

তারা হারলেও বলি হারিনি
যাই হোক, জানি মহা ঋনী

যখন কামলারা খায়
তখন কাম লারা খায়

কেউ কবি আল মাহমুদ
কেউ কবিয়াল মাহমুদ

তুমি একা যার
আমি এক হাজার

শার্ট কি লালটাই পড়?
নাকি শুধু লাল টাই পড়?

কি নেশা আহা মরি মিছু
তবু নয় আহামরি কিছু

কাজ যার নেশা না
ভুল তার নিশানা

এগিয়ে যে এক ক্লাস
তার বেশি এখলাস

তারা হয় বিজ্ঞানী
যারা ছিলো বিগ জ্ঞানী

তিনি বেতে রক্ত দেখে ছাড়তো!
তবুও তিনি আমাদেরই স্যার তো

ছাত্র O লেভেলের
জঙ্গিও ও লেভেলের

যতো থাকবে অন্বেষা
পাঠে হবে অন নেশা

পুরাতন হয়ে গেলো এগারোসিন্দুর
চিপাচাপা ভরে গেছে এগারশ ইন্দুর

টাকা দিয়ে নিলে তুমি বাগানের মালিকানা
লাভ নাই যদি থাকে বাগানের মালি কানা

আমারে কিনতে কন সামসাং গ্যালাক্সি
জানেন মিয়া অভাবে কই গিয়া লাগছি

শীতে যদি আসো তুমি ছয়টার পরে
মনে করে বের হবে সোয়েটার পরে

যদি খাও বেশি বেশি কলকি
ভালো আর থাকবে ভেতরের কল কি?

[সিক্কি; ছন্দের নতুন আবিস্কার। কিছু কিছু ছড়া-কবিতায় এরকম মিল মাঝে মাঝে দেখা গেলেও একে কেন্দ্র করে আলাদা ছড়া সংকলন এর আগে হয়নি। তরুণ শাকির এহসানুল্লাহ এই ছন্দকে কেন্দ্র করে লিখেছেন অসংখ্য লাইন। আজ এর ৩০ টি ছত্র প্রকাশ করা হলো। পর্যায়ক্রমে আরো আসবে। -সাহিত্য সম্পাদক]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ