বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

হাজিদের সুবিধায় সৌদিতে হোটেল ভাড়া কমানো হয়েছে ৬০%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj-hotelআওয়ার ইসলাম: এবার হাজিদের জন্য হোটেল ও আবাসন খাতকে উৎসর্গ করেছেন এ খাতের মালিকরা। তারা বলছেন, হজ মৌসুমে মক্কা ও অন্যান্য এলাকায় হোটেল ও আবাসন ভাড়া গত বছরের চেয়ে ৬০ শতাংশ কমানো হয়েছে। এর ফলে অন্যবারে যেখানে ভাড়া নেওয়া হতো ১০ হাজার সৌদি রিয়েল, সেখানে এবার ভাড়া পড়ছে মাত্র ২ হাজার।

সৌদি আরবের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অন্যবারের তুলনায় এ বছর হাজিদের সংখ্যা কম থাকায় এবং সে অনুপাতে হোটেল ও এপার্টমেন্ট বেশি হওয়ায় এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, তারা মনে করেন- চাহিদার চেয়ে সরবরাহ বেশি দিতে পারলে বেশি সংখ্যক হাজিকে আকৃষ্ট করা যাবে। সেকারণে হোটেল ও আবাসন বিল কমিয়ে দেওয়া হয়েছে। এতে অন্যবারের তুলনায়  লোকসানও পোহাতে হবে বলে মনে করেন তারা।

ওয়াফি আল কাহতানি নামের এক হোটেল মালিক জানান,  হোটেল ও আবাসন মালিকরা হাজিদের কথা মাথায় রেখে ভাড়া ৬০ শতাংশ কমিয়েছে। এখন এখানে ৩ হাজার সৌদি রিয়েলের একটি ইউনিট সাড়ে ৭০০ রিয়েলে পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, মক্কায় হাজিদের জন্য প্রায় ৩০ লাখ বেডের ব্যবস্থা করেছে হোটেল মালিকরা। এতে প্রায় ১৫ লাখ হাজি অবস্থান করতে পারবেন।

হাজিদের সংখ্যা বাড়ার সঙ্গে প্রতিবছর বেডের সংখ্যাও বাড়ানো হয়। হোটেল মালিকরা নতুন নতুন ভবন নির্মাণ করেন। কিন্তু দেখা যায়, উল্টো মালিকপক্ষকে বেগ পোহাতে হচ্ছে।

কিছু কিছু হোটেলে বেড ভাড়া ৭০ শতাংশ কমেছে বলে জানান আল কাহতানি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ