রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

হাজিদের সুবিধায় সৌদিতে হোটেল ভাড়া কমানো হয়েছে ৬০%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj-hotelআওয়ার ইসলাম: এবার হাজিদের জন্য হোটেল ও আবাসন খাতকে উৎসর্গ করেছেন এ খাতের মালিকরা। তারা বলছেন, হজ মৌসুমে মক্কা ও অন্যান্য এলাকায় হোটেল ও আবাসন ভাড়া গত বছরের চেয়ে ৬০ শতাংশ কমানো হয়েছে। এর ফলে অন্যবারে যেখানে ভাড়া নেওয়া হতো ১০ হাজার সৌদি রিয়েল, সেখানে এবার ভাড়া পড়ছে মাত্র ২ হাজার।

সৌদি আরবের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অন্যবারের তুলনায় এ বছর হাজিদের সংখ্যা কম থাকায় এবং সে অনুপাতে হোটেল ও এপার্টমেন্ট বেশি হওয়ায় এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, তারা মনে করেন- চাহিদার চেয়ে সরবরাহ বেশি দিতে পারলে বেশি সংখ্যক হাজিকে আকৃষ্ট করা যাবে। সেকারণে হোটেল ও আবাসন বিল কমিয়ে দেওয়া হয়েছে। এতে অন্যবারের তুলনায়  লোকসানও পোহাতে হবে বলে মনে করেন তারা।

ওয়াফি আল কাহতানি নামের এক হোটেল মালিক জানান,  হোটেল ও আবাসন মালিকরা হাজিদের কথা মাথায় রেখে ভাড়া ৬০ শতাংশ কমিয়েছে। এখন এখানে ৩ হাজার সৌদি রিয়েলের একটি ইউনিট সাড়ে ৭০০ রিয়েলে পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, মক্কায় হাজিদের জন্য প্রায় ৩০ লাখ বেডের ব্যবস্থা করেছে হোটেল মালিকরা। এতে প্রায় ১৫ লাখ হাজি অবস্থান করতে পারবেন।

হাজিদের সংখ্যা বাড়ার সঙ্গে প্রতিবছর বেডের সংখ্যাও বাড়ানো হয়। হোটেল মালিকরা নতুন নতুন ভবন নির্মাণ করেন। কিন্তু দেখা যায়, উল্টো মালিকপক্ষকে বেগ পোহাতে হচ্ছে।

কিছু কিছু হোটেলে বেড ভাড়া ৭০ শতাংশ কমেছে বলে জানান আল কাহতানি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ